পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দার্জিলিঙ জেলা কমিটির প্রতিবাদের ফলস্বরূপ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে শীতকালীন অবকাশের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময়সীমা বৃদ্ধি হয়ে নতুন বছরে আগামী ২জানুয়ারি থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে পঠনপাঠন শুরু হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে শুক্রবার নতুন করে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রসঙ্গত ২০২৪—২৫শিক্ষাবর্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলির শীতকালীন অবকাশ তুলে দেওয়ার তুঘলকি সিদ্ধান্ত গ্রহন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের ২৬ডিসেম্বর থেকেই পঠনপাঠন শুরু করার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে তার অধীনস্ত কলেজগুলিকে নির্দেশ পাঠানো হয়। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিদ্যালয়গুলি শীতকালীন অবকাশ পেয়ে থাকে, সেখানে এবছর শুধুমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তার অন্তর্গত সমস্ত কলেজগুলির শীতকালীন অবকাশ বাতিল করায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এর তীব্র প্রতিবাদ জানায়। এরপরেই ছাত্রছাত্রীদের স্বার্থে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক শীতকালীন অবকাশ তুলে দেবার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দার্জিলিঙ জেলা কমিটির বৃহস্পতিবার একটি প্রতিবাদ পত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নূপুর দাসের হাতে তুলে দেওয়া হয়। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করার জন্য প্রতিবাদ পত্রে দাবি জানানো হয়।
২০২৪—এর ডিসেম্বর পর্যন্ত প্রায় একমাস ব্যাপী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজগুলির বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা পরিচালনা করার একদিন পরে ২৬ডিসেম্বর থেকে ক্লাস শুরু করাটা ছাত্র ও শিক্ষক উভয়পক্ষের কাছেই কষ্টকর। পাশাপাশি নতুন সেমিস্টারের সূচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে অসংখ্য একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন। ২৬ থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দার্জিলিঙ জেলা কমিটির পক্ষে তাপস কুমার সরকার বলেন, এই প্রথম বড়দিনের উৎসবের ছুটি বাতিল করার মতো তুঘলকী সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই সমস্ত কারনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক শীতকালীন অবকাশ তুলে দেবার তুঘলকি নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছিলো রেজিস্টারের হাতে তুলে দেওয়া প্রতিবাদ পত্রে। প্রতিবাদের জেরে অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন অর্ডার জারি করেছে।
Comments :0