RAHUL NOTICE

রাহুলের বিরুদ্ধে নোটিশ অধ্যক্ষের কাছে, ব্যবস্থার অপেক্ষায় বিজেপি

জাতীয়

‘‘বিরোধী দলনেতা বেঠিক তথ্য দিয়েছেন লোকসভায়। অধ্যক্ষের কাছে নোটিশ গিয়েছে। অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কক্ষের নির্দিষ্ট বিধি রয়েছে। কেউই ছাড় পেতে পারেন না।’’
লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে জমা নোটিশ সম্পর্কে এই মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রাহুল গান্ধী লোকসভায় বেঠিক তথ্য দিয়েছেন, এই অভিযোগে অধ্যক্ষ ওম বিড়লার কাছে নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। বুধবারই এই নোটিশ দেন তিনি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন রিজিজু।
সংসদে ভাষণের সময় সঠিক তথ্যই পেশ করা কাঙ্ক্ষিত প্রত্যেক সদস্যের কাছে। এই বোঝাপড়ায় স্থিত থেকেও বিভিন্ন অংশ প্রশ্ন তুলছেন নোটিশ পাঠিয়ে বিরোধী দলনেতাকে শাস্তির মুখে ফেলার চেষ্টায়। কেননা বিপক্ষের সাংসদরা বলার সময়েও ভুল বক্তব্য তথ্য দিয়েই খণ্ডনের সুযোগ পান।
এই বিতর্কের মাঝেই লোকসভায় রাহুলের ভাষণের ভিডিও ক্লিপ পোস্ট করেছে কংগ্রেস। সঙ্গে মন্তব্য, ‘‘বিরোধী দলনেতা কেবল একটি পদ নয়, জনতার কন্ঠস্বর।’’ 
বিজেপি এবং আরএসএস’র বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বক্তব্যে সোচ্চার থেকে রাহুল বলেছিলেন, ‘‘বিজেপি এবং আরএসএস সব হিন্দুদের প্রতিনিধি নয়। নরেন্দ্র মোদীই কেবল হিন্দু সমাজ নন।’’ তিনি এই ভাষণেই বলেছিলেন যে হিন্দুধর্ম কেন কোনও ধর্মেই হিংসার কথা বলা নেই। সব ধর্ম প্রচাররকদের ছবিতেই অভয় মুদ্রা থাকে। হিন্দুধর্মের নামে যারা হিংসার কথা বলে তারা হিন্দু নয়। 
এই ভাষণেই নড়ে গিয়েছে বিজেপি এবং আরএসএস। গুজরাটে প্রদেশ কংগ্রেসের দপ্তরেও আক্রমণ হয়েছে গত মঙ্গলবার। এই পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদের নোটিশ এবং সংসদ বিষয়ক মন্ত্রীর বক্তব্যে বিভিন্ন অংশের ধারণা, শাস্তির দিকে গিয়ে রাহুলের মুখ বন্ধ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। 
রিজিজু বলেছেন, ‘‘সংসদীয় বিধি সকলের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য। কেউই ছাড় পাওয়ার আশা করতে পারেন না। কারও জন্য বিশেষ সুবিধা নেই।’’

Comments :0

Login to leave a comment