ভিমরুলের কামড় খেয়ে কালনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতা সিধুবালা দাসের (৮২) বাড়ি হুগলি জেলার বলাগর থানা অন্তর্গত জিরাট উত্তর গোপালপুর এলাকায়। গত বুধবার বাঁশবাগান থেকে বাঁশের কঞ্চি কুড়িয়ে বাড়ি ফেরার পথে বিপত্তি ঘটে। একটি লম্বা কঞ্চি ভিমরুলের চাকের সঙ্গে আঘাত লাগলে অগণিত ভিমরুল বৃদ্ধাকে আক্রমণ করে। তাতেই গুরুতর আহত হয়ে প্রথমে জিরাট পরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে বৃদ্ধার মৃত্যু হয়।
Vimrul Attack
ভিমরুলের আক্রমণে মৃত্যু বৃদ্ধার
×
Comments :0