ফের রাজ্যে শুটআউটের ঘটনা। শুক্রবার সন্ধায় ডানকুনিতে যুবককে লক্ষ্য করে চলে গুলি। দিল্লি রোডের ধারে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বান্টি সাউ নামে এক যুবক। ডানকুনি বন্দের বিলে তাদের বাড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি‘র কাছে সন্ধা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার পর গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বান্টির বাবা রাজকুমার সাউ জানিয়েছেন,বান্টি জেসিবি চালাক। বাইক নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারা কেন গুলি মারল দেখছে পুলিশ। ঘটনাস্থলে চন্দননগর পুলিশরে আধিকারীকরা।
Comments :0