বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন বুধবার পর্যন্ত মুলতুবি থাকবে। রাজ্যসভার অধিবেশনও মুলতুবি রাখা হয়েছে বুধবার পর্যন্ত।
এদিন অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে সংসদে অধিবেশন চলাকালিন তা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।’
উল্লেখ্য দ্বিতীয় এনডিএ সরকারের আমলে মণিপুর নিয়ে সংসদের প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করেছিলেন বিরোধীরা। সেই নিয়ে সংসদের স্লোগান দেওয়ার অভিযোগে শতাধিক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়। মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে বিরোধীরা বার বার আলোচনা চেয়েছে সংসদে। কিন্তু মোদী সরকারের পক্ষ থেকে তাতে কোন গুরুত্ব দেওয়া হয়নি। উল্টে যাতে বিরোধীরা সংসদের অভ্যন্তরে কোন বিক্ষোভ দেখাতে না পারে তার জন্য কঠোর বিধি আনা হয়েছে সরকারের পক্ষ থেকে।
Comments :0