Education scam

জামিন পেলেন না পার্থ

রাজ্য

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঝুলে রইলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিন। বুধবার হাইকোর্টে ছিল পার্থর জামিনের মামলার শুনানি। দুই বিচারপতির বেঞ্চে মামলা উঠলে ঐক্যমতে আসতে পারেননি তারা একজন বিচারপতি জামিনের পক্ষে থাকলেও অপর জন ছিলেন জামিনের বিপক্ষে। বিচারপতি অপূর্ব রায় সিংহ প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধীতা করেন। 

দুই বিচারপতির বেঞ্চের মতো পার্থক্য হওয়ায় মামলাটি রয়েছে প্রধান বিচারপতি টিএস শিবঞ্জানমের হাতে। তৃতীয় বেঞ্চে মামলাটি পাঠাবেন প্রধান বিচারপতি। সেখানেই ঠিক হবে প্রাক্তন বিচারপতি জামিন পাবেন কি পাবেন না। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র মামলায় জামিন পেয়েছেন যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ।

২০২২ সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টি। তারপর থেকে প্রাথমিক এবং আপার প্রাইমারিতে নিয়োগের দুর্নীতিকে কেন্দ্র করে শাসক দল ঘনিষ্ট একাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করে সিবিআই এবং ইডি। দুজন তৃণমূল বিধায়কও গ্রেপ্তার হয়। কিন্তু দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার ব্যার্থতায় জামিন পেয়েছেন অনেকে।     

Comments :0

Login to leave a comment