চিকিৎসক হত্যায় বিচার চেয়ে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। তাকে ঘুরিয়ে চেনা রাজনৈতিক দ্বৈরথের পরিণত করা হচ্ছে। যে আন্দোলন গড়ে উঠেছে তাকে বিপথে চালানোর জন্য সমান সক্রিয় হয়ে উঠেছে তৃণমূলও।
সোমবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নে এই মর্মে সরব হলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ২৭ আগস্ট ‘ছাত্রসমাজের ডাকে নবান্ন অভিযান’ প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে।
সেলিম বলেন, ‘‘৯ আগস্ট থেকে চিকিৎসক হত্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে। ১৪ আগস্ট মধ্যরাতে মহিলারা রাস্তা দখল করেছেন। তখন কিন্তু এই ছাত্রসমাজকে দেখা যায়নি। এরা তখন কোথায় ছিল?’’
এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘বিভিন্ন পেশা, চা-বাগানের শ্রমিক থেকে খেতে খামারে বিচারের দাবি উঠছে। প্রতিদিন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি জোরালো হয়েছে, ক্ষোভ বেড়েছে। কাজের জায়গায় ধর্ষণ এবং খুন হলো কী ক’রে, এই প্রশ্নে ক্ষোভ তীব্র। এই আন্দোলনকে বিপথে চালানোর চেষ্টা হচ্ছে।’’ তাঁর মন্তব্য, ‘‘মমতা ব্যানার্জির দেখানো পথে সেই চিন্তাকেই বাস্তবায়িত করছেন শুভেন্দু অধিকারী।’’
এদিন পুলিশের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছাত্র এবং মহিলাদের সামনে রেখে দুষ্কৃতী তাণ্ডবের পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সোশাল মিডিয়া থেকে জানা গিয়েছে। যাতে আন্দোলন শান্তিপূর্ণ না থাকে। পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
প্রশ্ন উঠেছে যে পুলিশ এমন পরিকল্পনা জোনো ফেললে ব্যবস্থা নেয়। তার বদলে জনতার কাছে ওই কর্মসূচি নিয়ে নানা কথা বলে প্রচারের দায়িত্ব নিয়ে ফেলছে কেন!
সেলিম বলেছেন, ‘‘মঙ্গলবার, ২৭ আগস্ট, জেলায় জেলায় বিভিন্ন এলাকায় র জি কর কাণ্ডে দোষীদের আড়াল করার প্রতিবাদে মিছিল হবে। যেমন রোজ হচ্ছে তেমনই বিচারের দাবি জোরালো হবে। এই কর্মসূচিতে সব অংশকে যোগদানের আবেদন জানাচ্ছি।
MD SALIM
আন্দোলনকে বিপথে চালানোর চেষ্টা, নবান্ন অভিযান প্রসঙ্গে সেলিম
×
Comments :0