NOTUN BONDHU'S POEM

নতুন বছরের শপথ

ছোটদের বিভাগ

chotoder bibhag ganashakti digital bengali news

নতুন বছরের শপথ  
সুমিত্রা পাল

খুশির হাওয়া লাগে প্রাণে 
নতুন বছর এলে 
দু-চোখ ভরা স্বপ্নগুলো    
উড়ে ডানা মেলে।

নতুন করে দেখায় আশা
নতুন জ্ঞানের আলো  
প্রাণের মাঝে মাতন তুলে 
সরায় যত কালো।  

লিখবে ওরা নতুন কথা  
আকাশছোঁয়া আনন্দে 
এগিয়ে যাবে পায়ে পায়ে  
নতুন চলার ছন্দে!  

ঘুরবে ওরা সবাই মিলে
দেশ- দেশান্তরে   
ভালো থাকার শপথ নিয়ে 
সজীব থাকবে অন্তরে।

 

 

Comments :0

Login to leave a comment