পুলিশ বলেছে ‘বের করে আন’। তৃণমূলের দুষ্কৃতীবাহিনী কলেজ ক্যাম্পাসে ঢুকে চড়াও হয়েছে ছাত্রীদের ওপরও। টেনে হিঁচড়ে বের করেছে। তারপর পুলিশ জাপ্টে ধরে গাড়িতে তুলেছে ছাত্রী এসএফআই কর্মীকে।
মেদিনীপুর কলেজের সেই দৃশ্য দেখেছে রাজ্য। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সোমবার বেশি রাতে জানিয়েছেন ওই ছাত্রী সহ দু’জনকে আটকে রেখেছে পুলিশ। আজ রাতের মধ্যে ছেড়ে দেওয়া না হলে কাল বিক্ষোভ তীব্র হবে। ধর্মঘট ছিল মেদিনীপুর কলেজেও। ছাত্র তো বটেই, ছাত্রীদের মারল তৃণমূলের গুণ্ডাবাহিনী। পুলিশবাহিনী তৃণমূলের বাহিনীকে বলছে ‘বের করে আন আমরা ধরব’। এক ছাত্রী সুচরিতা দাসকে তুলে নিয়ে যায় পুলিশ। জানিয়েছেন এসএফআই নেত্রী শাওলি দত্ত।
সকালে ছাত্র ধর্মঘট চলাকালীন মেদিনীপুর কলেজ ক্যাম্পাস থেকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয় এক ছাত্রীকে। গ্রেপ্তার করে থাকে মেদিনীপুর টাউন মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাকে আটক করে রাখা হয়েছে। ছাড়া হয়নি তাঁকে। 
এছাড়া আরও একজন ছাত্রকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কোতোয়ালি থানায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন জানিয়েছেন মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে এসএফআই পুলিশ এবং তৃণমূলের এই বর্বর আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে। যদি এই দুজনকে না ছাড়া হয় তবে এই আন্দোলন তীব্র হবে।
Medinipur Girl Student
তৃণমূল-পুলিশের যৌথ হামলায় হিঁচড়ে তুলে থানায় আটক ছাত্রীকে, বিক্ষোভ কাল
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0