Santiniketan

পুলিশের বিরুদ্ধে গরু পাচারে সহযোগিতার অভিযোগ!

রাজ্য জেলা

গোরু পাচারে সহায়তা করছে খোদ পুলিশ! সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। সিসিটিভির সেই ফুটেজকে হাতিয়ার করে পুলিশে অভিযোগ দায়ের করতে গিয়ে হেনস্থার শিকার চুরি যাওয়া গোরুর মালিকই! ঘটনা শান্তিনিকেতন থানার উদয়নারায়নপুরের। 
শান্তিনিকেতন থানার পারুলডাঙার উত্তরনারায়ণপুরের বাসিন্দা নীল রতন গুহর অভিযোগ, গত ৩১ অগস্ট রাতে তাদের বাড়ি থেকে গোরু চুরি যায়। ১ সেপ্টেম্বর নীল রতন গুহ তাঁর মেয়ে দিয়া গুহকে নিয়ে শান্তিনিকেতন থানায় আসেন। অভিযোগ, পুলিশ অভিযোগ নেয়নি। পরে স্থানীয় কয়েকটি দোকান থেকে দিয়া সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। দিয়ার দাবি, সেই ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের সামনে দিয়ে একটি চার চাকা বড় গাড়ি করে গোরু পাচার হচ্ছে। ওই গাড়িতে আগের থেকেই আরও ৩টি গোরু ছিল। অর্থাৎ, রাতে কর্তব্যরত পুলিশের সামনে দিয়ে গোরু পাচার হচ্ছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ সহ দিয়া তাঁর বাবাকে নিয়ে শান্তিনিকেতন থানায় এসে গোরু পাচারে পুলিশের সহযোগিতা করার অভিযোগ করেন। তাদের আরও অভিযোগ, পুলিশ অভিযোগ নিতে চায়নি। লিখিত অভিযোগ দায়ের করা হয়। দিয়া গুহ জানয়েছেন,‘‘ আমি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তাতে দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে গাড়ি করে গোরু নিয়ে যাওয়া হচ্ছে। আর পুলিশ বলছে কিছুই জানি না। অভিযোগ করেও কোনও ফল হচ্ছে না। পুলিশ সহযোগিতাই করছে না।’’ 
যদিও, এই ব্যাপারে পুলিশের কোনও মন্তব্য মেলে নি। তবে অভিযোগকারী সোচ্চার হওয়ায় অবশেষে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment