ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে আক্রান্ত পুলিশ আধিকারীক সহ ৯ জন পুলিশকর্মী। উত্তর ২৪পরগনার হাসনাবাদ থানার খড়মপুর এলাকার ঘটনা। হাসনাবাদ থানার অধীন মুরারীশাহ আউটপোস্টে শুক্রবার খড়মপুরের বাসিন্দা রাকেশ শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ ওইদিন এবং গভীর রাতে খড়মপুর এলাকায় ওই অভিযুক্তের বাড়িতে তদন্তে যায় মুরারিশাহ আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভরত কর সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। তখনই ওই অভিযুক্ত এবং অভিযুক্তের সঙ্গীরা পুলিশদের ঘিরে ফেলে এবং লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরের ফলে পুলিশ আধিকারিক সহ মোট ৯ জন পুলিশকর্মী আহত হন। এরপর তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অন্যান্য পুলিশকর্মীরা। সেখানে তাদের চিকিৎসা চলে এবং প্রায় তিন ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যদিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার আহত পুলিশ কর্মীদের কয়েকজনের এক্স-রে এবং সিটি স্ক্যান করতে হবে। হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী খড়মপুরে ঘটনাস্থলে গিয়ে ভোর রাতে দুজনকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত সহ বাকিরা পলাতক। এই ঘটনায় এলাকায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Hasnabad
হাসনাবাদে ধর্ষণের অভিযোগে তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ
×
Comments :0