তারপর থেকে চার অভিযুক্ত এবং ওই গাড়ির খোঁজ চালাচ্ছিল পুলিশ। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম বাবলু যাদব। কাঁকসার বাসিন্দা। গাড়ির ব্যবসা করেন তিনি। তার সাথে আরও কে কে ছিল এবং ওই দিন ঠিক কি হয়েছিল তা বাবলুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মঙ্গলবার ডানকুনিতে সিপিআই(এম) রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকেই রাজ্য সম্পাদক সেলিম বলেন যে ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে। সে কারণেই পুলিশ ইভটিজিংয়ের অভিযোগকে আড়াল করতে চাইছে। তিনি এবং মীনাক্ষী যাবেন চন্দননগরে, ওই পরিবারের সঙ্গে দেখা করতে।
সন্ধ্যায় চন্দননগরে পৌঁছে যান তাঁরা। সঙ্গে ছিলেন স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দ। সেলিম বলেন, ‘‘এই পরিবারের বিচারের জন্য লড়াইয়ে পাশে থাকবে পার্টি। বিচার আদায় করতে হবে।’’
সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি সংবাদমাধ্যমে জানিয়েছেন ক্ষোভ। তিনি বলেছেন যে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাবে? এটা কী? কোথায় বাস করছি আমরা? আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরও মেয়েরা রয়েছে। বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো আর ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গিয়েছে ভোগ্য বস্তু।
Comments :0