Jadavpur University

ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‌্যাগিং আইনে মামলার আবেদন করতে পারে পুলিশ

রাজ্য কলকাতা

যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ১২ দিন পরেও সম্পূর্ণ কিনারা এখনও পর্যন্ত করে উঠতে পারল না পুলিশ। ইতিমধ্যে ১৩জন গ্রেপ্তার হলেও এখনও স্পষ্ট করে পুলিশের তরফে এই মৃত্যুর কোনও পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেল না। এই পরিস্থিতিতে মঙ্গলবার ছাত্র মৃত্যু ঘটনায় ধৃতসৌরভ চৌধুরি, মনোতোষ বোস এবং দ্বীপশেখর দত্তকে আদালতে পেশ করা হয়েছে। সূত্রে খবর এই তিনজনকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করা হবে পুলিশের পক্ষ থেকে। 

পুলিশ সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‌্যাগিং আইনে মামলা দায়ের করার আবেদন করা হতে পারে পুলিশের পক্ষ থেকে। ৯ আগস্ট ছাত্রের মৃত্যুর পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মৃত ছাত্র র‌্যাগিংয়ের শিকার। এখানেই প্রশ্ন উঠছে প্রথম থেকে যখন পরিবার র‌্যাগিংয়ের অভিযোগ আনছে তখন কেন র‌্যাগিং বিরোধী আইনে মামলা দায়ের করা হয়নি।

Comments :0

Login to leave a comment