ফের বেহালায় দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়ারা। বুধবার সকালে জেমস লঙ স্মরনীতে উল্টে যায় একটি পুলকার। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ি চালক স্কুল পড়ুয়াদের নিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন। রাস্তার ধারে পড়ে থাকা একটি পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনাটি ঘটার পর স্থানীয়রাই দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে উদ্ধার করেন স্কুল পড়ুয়াদের।
আহতের প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকরা বাড়ি নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঠাকুরপুকুর থানা গাড়িটিকে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তদন্ত করে দেখবেন কি ভাবে এই ঘটনা ঘটেছে। এখন মনে করছেন গাড়ির গতি বেশি থাকার কারণে হয় তো এই ধরনের ঘটনা ঘটেছে।
কয়েকদিন আগে বড়িশা স্কুলের পড়ুয়া সৌরনীলের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বেহালা। বাবার সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া লড়ি পিষে দেয় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে। তারা বাবাও আহত হন। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে স্কুলের সমানে ট্রাফিক মোতায়েন করা হয়। কিন্তু বুধবারের ঘটনা ফের পুলিশের ভূমিকা এবং নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
Comments :0