Maha Kumbh Mela

ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভে

জাতীয়

ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা কুম্ভে। সোমবার সেক্টর ৮-এর মেলা প্রাঙ্গনে আগুন লাগে। ঘটনায় পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি তাঁবু। পুলিশ ও দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। মহাকুম্ভে ৩০ দিনের মধ্যে এটি পঞ্চম অগ্নিকাণ্ডের ঘটনা। প্রধান অগ্নিনির্বাপক আধিকারিক প্রমোদ কুমার শর্মা বলেন, ‘‘ ৮ নম্বর সেক্টরের একটি তাঁবুতে ছোটখাটো আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনও ধরণের জীবন বা সম্পত্তির ক্ষতি হয়নি।’’
এই নিয়ে পাঁচ বার আগুন লাগল। গত ১৯ জানুয়ারি মহা কুম্ভ মেলা প্রাঙ্গণে ভয়াবহ আগুন লেগেছিল। সেক্টর ১৯-এ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য তাঁবু। কারও প্রাণহানি হয়নি। ৩০ জানুয়ারি সেক্টর ২২-এ, ৭ এবং ১৫ ফেব্রুয়ারি সেক্টর ১৮-১৯-এ আগুন লেগেছিল। সোমবার সেক্টর ৮-এর মেলা প্রাঙ্গনের কয়েকটি তাবুতে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 
কুম্ভ মেলা শুরু হওয়ার পর থেকে গত এক মাসে সেখানে যাওয়া-আসার পথে পরপর দুর্ঘটনায় একাধিক দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। কয়েকদিন আগেই এক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুম্ভমেলায় যাওয়ার পথে চূড়ান্ত অব্যব্স্থার শিকার হয়ে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। শতাধিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকেই আগুন লাগা, দুর্ঘটনায় মৃত্যু, পদপিষ্টের মতো ঘটনা ঘটেই চলেছে সেখানে। গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে সরকারি হিসাবে ৬০ জনেরও বেশি দর্শনার্থীর মৃত্যু হয়েছে ত্রিবেণী সঙ্গমে। বেসরকারি মতে, সেই সংখ্যা যদিও এর কয়েকগুণ বেশি। আদিত্যনাথ নেতৃত্বাধীন সরকারের অপদার্থতা, অব্যবস্থা বারবার প্রকট হয়েছে। পঞ্চমবার তাঁবুতে আগুন লেগে যাওয়ায় ফের গাফিলতির বিষয়টি উঠে এসেছে। পদপিষ্ট হয়ে ভয়াবহ ওই ঘটনায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, তার নির্দিষ্ট তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এ নিয়ে বিরোধীরা বারবার সোচ্চার হয়েছেন। মহাকুম্ভে দফায় দফায় দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা কত, তা এখনও জানতে পারেনি মোদী সরকার। এবিষয়ে নিশ্চুপ উত্তর প্রদেশের যোগী সরকারও। বিরোধীদের প্রবল চাপেও মুখ খুলতে নারাজ বিজেপি সরকারের পুলিশ প্রশাসন। তবু প্রাণের ঝুঁকি নিয়েই দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন মহাকুম্ভে শুধুমাত্র ‘পূণ্য’র আশায়। অস্বাভাবিক ভিড়ে ভেঙে পড়েছে যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা প্রায় নেই। এখন চরম অব্যবস্থা গোটা এলাহাবাদ জুড়ে। ‘পূণ্য’ লাভের আশায় আর যাবতীয় ‘পাপ’ ধুয়ে ফেলার আশায় এখনও কাতারে কাতারে মানুষ ডুব দিয়েছেন সঙ্গমের জলে।

Comments :0

Login to leave a comment