এদিন পটল, ঝিঙের মতো সবজির দাম ৮০ টাকা কেজি। বেগুন কোথাও ১০০ তো কোথাও ১২০ টাকা কেজি। ক্যাপ্সিকাম ১২০ টাকা কেজি, গাজর ৮০ টাকা। ফুলকপি ছোট হলে ৪০ টাকা পিস, বড় হলে ৫০ টাকা।
একই অবস্থা মাছের দামের ক্ষেত্রেও। চিঙড়ি ৬০০ থেকে ৭০০ টাকা কেজি, চিতল ৬০০ টাকা, কাতলা (বড়) ৫৫০ টাকা, ইলিশ ২০০০ টাকা, পমফ্লেট ৭০০ টাকা, ট্যাঙড়া ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা।
বিক্রেতাদের কথায় ফোড়েদের দাপটের সাথে রয়েছে চাঁদার জুলুম যার ফলে দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে। চড়া দাম থাকায় বাজারে ক্রেতাদের সংখ্যাও কম বলে জানিয়েছেন এক বিক্রেতা। তিনি বলেন, ‘‘অন্য বারের থেকে এবার ক্রেতাদের সংখ্যা কম।’’
Comments :0