দেড় মাস ধরে রেল স্টেশনে প্রবেশ নিষিদ্ধ হকারদের। যে প্লাটফর্মকে কেন্দ্র করেই পেটে চলে হাজার হাজার হকারের, আরপিএফের ফতোয়ায় সেই প্লাটফর্মের দরজাই বন্ধ হয়ে যাওয়ায় আকাশ ভেঙে পড়েছে হকার পরিবারের মাথায়। দিনের পর দিন রুজি রুটি লাটে ওঠার পরিণামে বিধ্বস্ত হকারদের পিঠ ঠেকেছে দেওয়ালে। ফলাফল, শ’য়ে শ’য়ে হকার ও তাদের পরিবারের উত্তাল বিক্ষোভের সাক্ষী হয়েছে প্লাটফর্ম, স্টেশন চত্বর।
ঘটনাস্থল রামপুরহাট। রামপুরহাট স্টেশন চত্বরেই এদিন টানা দু-ঘন্টা ধরনা দিয়ে রামপুরহাট, নলহাটি, সাদিনপুর, মল্লারপুর সহ একাধিক স্টেশনজুড়ে কাজ করা হকাররা স্পষ্ট জবাব চেয়েছেন, ‘কবে থেকে তাদের প্রবেশ অবাধ হবে প্লাটফর্মে ?’ সেই ধরনায় বসেছিলেন বীরবল মন্ডল। ট্রেনে ট্রেনে সকাল থেকে রাত পর্যন্ত ঘুগনি বেচে দিন চলে এই হতদরিদ্রের। বাড়িতে স্ত্রী, ছেলে, মেয়েরা নির্ভরশীল দিনভর ঘাম ঝরিয়ে বীরবলের এই রোজগারের উপরই। সেই বীরবল গত দেড়মাস ঢুকতেই পারে নি রামপুরহাট প্লাটফর্ম। কারণ আরপিএফের বাধা। দেড় মাস ধরে আরপিএফের তরফে হকারদের ট্রেনে চাপা ‘নিষিদ্ধ’ করা হয়েছে। তার জেরে বিধ্বস্ত বীরবল শনিবার ধরনায় বসেছিলেন স্টেশন চত্বরে। শুধু বীরবল নয়, বীরবলের মতই পাঁচ শতাধিক শ্রমিক পরিবার সামিল হয়েছিলেন সেই ধরনায়। সামনের সারিতে ছিলেন মহিলারা।
Rail Hawkers Agitation
হকার বিক্ষোভে উত্তাল রামপুরহাট
×
Comments :0