Rail

১৮ জনের মৃত্যুর পর প্রযুক্তির কথা রেলের মুখে

জাতীয়

দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ব্যবস্থা নেওয়ার কথা শোনাচ্ছে রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৬০টি স্টেশন যেখানে কুম্ভ মেলাকে কেন্দ্র করে বিপুল ভিড় হচ্ছে দর্শনার্থীদের। তারা জানিয়েছে এই ৬০টি স্টেশনে কেন্দ্রীয় সরকার যাত্রীদের জন্য স্থায়ী থাকার ব্যবস্থা করবে। তার সাথে ভিড় সামাল দেওয়ার জন্য ব্যবহার করা হবে এআই।

এখানেই প্রশ্ন উঠছে, সরকার নিজেই দাবি করেছিল এবারের কুম্ভ মেলায় বিপুল ভিড় হবে। তাহলে সেই ভিড় সামাল দেওয়া জন্য কেন আগে থেকে এই পদক্ষেপ গুলো নেওয়া হলো না। দিল্লি স্টেশনে ১৮জনের মৃত্যুর পর মেলার শেষ মুহুর্তে এসে প্রযুক্তি এবং প্রতিক্ষা কেন্দ্রের কথা শোনাচ্ছে রেল। 

রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ৩৫টি স্টেশনকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, ওয়ার রুম থেকে ওই স্টেশন গুলোর ওপর চলবে নজরদারি। এছাড়া থাকবে সিসিটিভি ক্যামেরাও।

উল্লেখ্য গত ১৫ তারিখ রাতে নয়া দিল্লি স্টেশনে এই কুম্ভ মেলার ট্রেনে ওঠাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ট্রেন একটি প্ল্যাটফর্ম থেকে অন্যত্র দেওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তার আগে আগাম ঘোষনা ছাড়াই বাতিল করে দেওয়া হয় দুটি ট্রেন। একটি ট্রেনে একসাথে এতোজন যাত্রী উঠতে গেলে বিপত্তি তৈরি হয়। প্রথম রেলে পক্ষ থেকে দাবি করা হয় যে ১০ জন আহত হয়েছেন, পদপিষ্টের কোন ঘটনা ঘটেনি। কিন্তু পরবর্তী সময় চাপের মুখে পড়ে তারা জানায় ১৮জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে।

গোটা ঘটনাকে কেন্দ্র করে রেলের অব্যবস্থাকে দায়ি করেছেন যাত্রীরা। তারা জানিয়েছেন সেই সময় পরিস্থিতি সামাল দেওয়া জন্য কোন রেল পুলিশ ছিল না স্টেশনে। যার জেরে এই ঘটনা ঘটেছে। 

Comments :0

Login to leave a comment