T-20 MEN'S WC

বৃষ্টির জেরে বাতিলের আশঙ্কা ভারতের পরের ম্যাচ

খেলা

বৃষ্টির জেরে বাতিল হবে টি-২০ বিশ্বকাপের বাকি ম্যাচ? ফ্লোরিডার আবহাওয়ার জেরে পুরুষদের এই ক্রিকেট বিশ্বকাপে দেখা দিয়েছে এমনই আশঙ্কা।
শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ডের ম্যাচও শুরু করা যাচ্ছে না মাঠ ভিজে থাকায়। হয়নি টস। ফ্লোরিডায় বন্যার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। বৃষ্টি এবং বাজ পড়ার পূর্বাভাস রয়েছে। 
আইসিসি টি-২০ পুরুষদের বিশ্বকাপের গ্রপ এ’র বাকি ম্যাচগুলি বতিল হতে পারে। কারণ আমেরিকা বনাম আয়ারল্যান্ড, ভারত বনাম কানাডা এবং পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের ম্যাচগুলি লডারহিল, ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে হওয়ার কথা। তবে অতি বৃষ্টির কারণে ফ্লোরিডার বেশ কিছু অংশ জলমগ্ন। এই অবস্থায় ম্যাচগুলি বতিল হতে পারে। 
সেক্ষেত্রে ভারত ৭ পয়েন্ট, আমেরিকা ৫ পয়েন্ট, পাকিস্তান ৩ পয়েন্ট, কানাডা ৩ পয়েন্ট, আয়ারল্যান্ড ১ পয়েন্টে খেলা শেষ করবে। ভারত প্রথম আটে উঠে গিয়েছে। দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে যাবে আমেরিকা। 
এর আগে এই টুর্নামেন্টে দু’টি খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছে। ৪ জুন ইংল্যান্ড-স্কটল্যান্ড এবং ১১ জুন শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ হয়নি।

Comments :0

Login to leave a comment