ABHAYA JUSTICE RALLY

‘অভয়া’-র বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল, দেখুন সরাসরি

রাজ্য কলকাতা

কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল। ছবি: অচ্যুৎ রায়। ভিডিও: অর্পণ সেনগুপ্ত

অরিজিৎ মণ্ডল 

সামনে চওড়া ব্যানার। লেখা রয়েছে, ‘দ্রোহের অক্ষরে লেখা থাক মৃত্যুর ঊর্ধ্বে জন্মের ইতিহাস’। 
এমনই আহ্বানে কলেজ স্কোয়ার থেকে কলকাতার আরজি কর হাসপাতল অভিমুখে শুরু হয়েছে মিছিল।
আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর ন্যায়বিচারের দাবিতেই এই মিছিল। ছয় মাস আগে এই দিনেই হাসপাতালে মিলেছিল কর্মরত চিকিৎসক ছাত্রীর দেহ। আর ফেব্রুয়ারির এই দিনেই তাঁর জন্মদিন।
আর জি কর হাসপাতালে জন্মদিনে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন নিহত চিকিৎসকের বাবা-মা। মুখ্যমন্ত্রীর বাসভবনেও আমন্ত্রণ জানাতে গিয়েছিল ‘অভয়া মঞ্চ’। মুখ্যমন্ত্রী নিজে আসেননি, পাঠিয়ে দিয়েছিলেন নিরাপত্তা আধিকারিককে।
জন্মদিনে বিচারের দাবিতে এই মিছিলে যদিও এসেছেন নাগরিকরা। 

Comments :0

Login to leave a comment