আরজি কর কান্ডের ন্যায় বিচারের দাবি সহ এক্ষেত্রে প্রশাসনের হতাশা জনক ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং সম্প্রতি মাথাভাঙ্গা শহরে কবি, সাহিত্যিক, শিল্পীদের সাংস্কৃতিক আন্দোলনের ওপর রাজনৈতিক দুর্বৃত্তদের নৃশংস আক্রমণের প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দেওয়া অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার ফেরত দেবার সিদ্ধান্ত গ্রহণ করলেন মাথাভাঙ্গার বিশিষ্ট কবি সন্তোষ সিংহ। সোমবার এ বিষয়ে কোচবিহার জেলাশাসককে লিখিত ভাবে জানালেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে এই পুরস্কারের স্মারক, মানপত্র এবং পুরস্কারের আর্থিক মূল্য ১০ হাজার টাকা ফেরানোর আবেদন জেলাশাসকের করেছেন বলেন এদিন জানান কবি সন্তোষ সিংহ।
২০২৩ সালের ২৫ ডিসেম্বর কোচবিহার জেলা বইমেলার মঞ্চে এই পুরস্কারে সম্মানিত করা হয় কবি সন্তোষ সিংহকে। আরজি কর কান্ডের ন্যায় বিচারের দাবিতে এবং এ ব্যাপারে রাজ্যের সরকারের ভূমিকায় বীতশ্রদ্ধ হয়ে রাজ্যের অন্যান্য শিল্পী, সাহিত্যিক, নাট্যকারদের মতো তিনিও এই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন রাজ্য সরকারকে।
এদিন সহকর্মী মধুসূদন রায় সরকারকে সাথে নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন কবি সন্তোষ সিংহ। তিনি বলেন, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সুরক্ষিত এলাকায় নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হতে হয় এক তরুণী চিকিৎসককে এই ঘটনা ঘটার পর প্রশাসনের ভূমিকা হতাশাজনক। এর প্রতিবাদ জানানোর পাশাপাশি এই কাণ্ডে সুবিচারের দাবিতে অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার সরকারকে ফেরত দেওয়ার মধ্য দিয়ে প্রতিবাদের বার্তা দিতে চান তিনি বলে এদিন জানান।
এদিন কবি আরও বলেন, এই আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে সর্বত্র চলতি মাসের ৪ তারিখ মাথাভাঙ্গা শহরে কবি সাহিত্যিক শিল্পীরা নাচ গান কবিতা আবৃত্তি অঙ্কন সহ বিভিন্ন ভাবে আন্দোলনে পথে নেমেছিলেন এখানে রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে নিগৃহীত হতে হয়। এই সাংস্কৃতিক কর্মীদের বৃদ্ধ মানুষেরাও তাদের হাত থেকে রেহাই পাননি। এই পুরস্কার ফেরানোর মধ্য দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তিনি বলেন এই আরজিকরের ঘটনার ন্যায় বিচারের পাশাপাশি এই রাজনৈতিক দুর্বৃত্ত আইন বন্ধ হোক এটাই চাইছেন তিনি।
RG Kar Protest
অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার ফেরাচ্ছেন মাথাভাঙার বিশিষ্ট কবি
×
Comments :0