কিছুক্ষনের মধ্যে হবে আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার রায় দান। শিয়াদহ আদালতে বেলা ২:৪৫ মিনিটে রায় দেবেন বিচারপতি। আদালত কি রায় দেয় তার অপেক্ষায় গোটা রাজ্য। ইতিমধ্যে আদালতের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাফ নামানো হয়েছে অশান্তি এড়ানোর জন্য। আদালতের সামনে এখন পরিস্থিতি কেমন তা তুলে ধরছে গণশক্তি ডিজিটাল।
RG KAR PUNISHMENT
আদালতের সামনে থেকে সরাসরি (দেখুন ভিডিও)
×
Comments :0