‘‘আপনি টেনশনের মধ্যে রয়েছেন। আমরা সাদা কাগজ দিচ্ছি, সেখানে সই করে দিন। আপনাকে চাপ নিতে হবে না। যাবতীয় প্রক্রিয়া যা রয়েছে আমরাই দেখে নেব।’’
ঠিক এই কায়দায় আরজি কর কান্ডে নিহত চিকিৎসকের বাবাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিতে চেয়েছিল পুলিশ। বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের সামনে তৈরি হওয়া প্রতিবাদ মঞ্চের সামনে দাঁড়িয়ে এই কথা বললেন নির্যাতিতার বাবা।
‘বিচার পেতে আলোর পথে’ স্লোগানকে সামনে রেখে আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ মঞ্চ তৈরি করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। সেখানে নির্যাতিতার একটি প্রতীকি ছবিও রয়েছে। এদিন রাত দখলের কর্মসূচি শুরুর আগে সেখানে মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতাকে স্মরণ করেন আন্দোলনকারীরা। সেই মঞ্চে যোগ দেন নির্যাতিতার মা-বাবা সহ পরিবারের সদস্যরা।
অবস্থান মঞ্চে নির্যাতিতার বাবা জানান, ‘‘পুলিশের কথায় আমার সন্দেহ হওয়ায় আমি সাদা কাগজে সই করিনি। ওরা বেশ কয়েকবার জোর করার চেষ্টা করেছিল। তারপর আর কিছু বলেনি।’’
নির্যাতিতার মা বলেন, ‘‘প্রথম থেকে পুলিশি অসহযোগিতার মুখে পড়তে হয়েছে আমাদের। পরিবারের সদস্যদের মেয়ের দেহের কাছে ঘেষতে দেওয়া হয়নি। কয়েকশো পুলিশ দিয়ে আমাদের পাড়া ঘিরে রেখেছিল। প্রতিবেশিরাও মেয়েকে শেষ দেখা দেখতে পারেনি। পুলিশ দেহ পুড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিল।’’
Comments :0