প্রতিবাদের মানচিত্রে জুড়েই থাকছে স্কুলের ছাত্রছাত্রীরা। কেবল শহর বা শহরতলি নয়। গ্রামাঞ্চলের একের পর এক স্কুলে এই দৃশ্য।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের অরুঁয়া নেতাজী শিক্ষা নিকেতনের ছাত্র ছাত্রীদের আর জি কর কাণ্ডে পথ অবরোধ।
কেবল এই জেলাতেই একের পর এক স্কুলে দেখা গিয়েছে এমন প্রতিবাদ।
শিক্ষা প্রশাসন সার্কুলার দিয়ে সরকারি অনুষ্ঠান ছাড়া ছাত্রছাত্রীদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছিল তার প্রতিবাদে স্কুল ছুটির পর মিছিল করেছে ছাত্রছাত্রীরা। প্রতিবাদ হয়েছে প্রশাসনিক দপ্তরেও।
সোমবারও সেই মেজাজ। দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন মহিলারা। বেরিয়ে এসে সমর্থন জানিয়েছেন প্রতিবাদে।
বিচার পিছানোর যত কারসাজি চলছে, যত মুখ্যমন্ত্রী নিজে আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। যত বলছেন প্রতিবাদ ছেড়ে উৎসবে ফিরুন, তত বাড়ছে ক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের এই স্কুল ফের প্রমাণ করল সেই বাস্তবতা।
PROTEST SCHOOL
উৎসব পরে আগে বিচার, মোহনপুরের স্কুল ছাত্রীরা অবরোধে
×
Comments :0