science workshop for kids

কিশোর বিজ্ঞান চর্চা কলকাতায়

কলকাতা

বুধবার জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে কিশোর বাহিনীর কলকাতা জেলা কেন্দ্রে শতাধিক খুদে বিজ্ঞানকর্মীর।

বুধবার  জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে কিশোর বাহিনী কলকাতা জেলা কার্যকরী পরিষদের আহ্বানে কলকাতা জেলা কেন্দ্রে শতাধিক খুদে বিজ্ঞানকর্মীর উপস্থিতিতে আয়োজিত হয় কিশোর বিজ্ঞান চর্চা। উদ্যোগকে স্বাগত জানিয়ে উৎসাহিত করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা সম্পাদক শেখ সুলেমান। উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর রাজ্যের প্রধান পরিচালক তাপস মজুমদার, কোষাধ্যক্ষ রেখা দত্ত, জেলার প্রধান পরিচালক বলাই পাল এবং মুখ্য সংগঠক সব্যসাচী চৌধুরি। 

বিজ্ঞান চর্চা প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন জেলার অন্যতম বিজ্ঞান সংগঠক সমীর জানা। তিনি জাদু-কালাযাদুর পার্থক্য, সমাজের ভণ্ড, অলৌকিক ক্ষমতার প্রদর্শন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এাসবে বিজ্ঞানেরই অবদান। অলৌকিক বলে কিছু নেই, যা আছে লৌকিক ইত্যাদি বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেন। শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।বুধবার  জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে কিশোর বাহিনী কলকাতা জেলা কার্যকরী পরিষদের আহ্বানে কলকাতা জেলা কেন্দ্রে শতাধিক খুদে বিজ্ঞানকর্মীর উপস্থিতিতে আয়োজিত হয় কিশোর বিজ্ঞান চর্চা। 

Comments :0

Login to leave a comment