Bangladesh Durgapuja

পুজোয় সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি বাংলাদেশে

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

দুর্গাপুজো বাংলাদেশেও। উৎসব যেন নির্ভয়ে পালন করতে পারেন হিন্দুরা।
সংখ্যালঘুর অধিকারের পক্ষে এই দাবিতে সরব ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বিভিন্ন অংশ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজায় কোনো মন্দির-মণ্ডপে হামলার ঘটনা দেখতে চাই না। এমন ঘটনা হলে শাস্তি দিতে হবে। ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ‘ এবং ‘মহানগর সর্বজনীন পুজো কমিটি‘-র আয়োজকরা। 
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সাংবাদিক সম্মেলন করেছে। 
লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা আইনজীবী সুব্রত চৌধুরী ও কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যেই ১৩টি জেলায় হামলার ঘটনা ঘটেছে। জেলাগুলো হচ্ছে- কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহের শৈলকূপা, শৈলকূপা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। এসব হামলা দেখতে চাই না।’’
তাঁরা বলেছেন, ‘‘শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নয়, রাষ্ট্রের আলোকিত চেতনা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে।’’ আয়োজকরা বলেন যে বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে হলে ৩৬৫ দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। তাঁদের দাবি, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরে এবার ২৫৯টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পুজোর আয়োজন হয়েছিল। সে হিসেবে মহানগরে ৭টি পূজা বেড়েছে। সারা বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ৩১ হাজার ৪৬১টি পুজোর আয়োজন করা হয়েছিল।

Comments :0

Login to leave a comment