SFI

এনইপি বাতিলের দাবিতে যাদবপুরে এসএফআই'র কনভেনশন

রাজ্য কলকাতা

SFI NEP BENGALI NEWS

জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রয়োগকারী ইউজিসি ও রাজ্য সরকারের যৌথ সার্কুলার বাতিলের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনভেনশন করল এসএফআই। 

মঙ্গলবারের এই কনভেনশনে এসএফআই ছাড়াও আইসা, ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটি, যাদবপুর বিশ্ববি্যালয়ের কলা বিভাগের ছাত্র ইউনিয়ন আফসু ও জুটার শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। ছাত্রবিরোধী এই শিক্ষানীতির বিরুদ্ধে নানা দাবি এদিন উত্থাপন করা হয়।

এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেত্রী শিল্পী আফরিন বলেন, এনইপি কার্যকর হলে শিক্ষা কেবলমাত্র বড়লোকদের অধিকারে পরিণত হবে।  শিক্ষার বেসরকারীকরণের পথ প্রশস্ত হবে। ডিজিটাল ডিভাইড আরও তীব্র আকার ধারণ করবে। তাই ঐক্যবদ্ধ ভাবে এই লড়াই লড়তে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী সহ সমস্ত অংশের মানুষের কাছে আমরা এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বাণ রাখছি।

Comments :0

Login to leave a comment