'ক্যেরিয়ার কাউন্সেলিং'। আজকের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসএফআই যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটি রবিবার তারই একটি পর্বের আয়োজন করে। উদ্দেশ্য ছিল, পেশার জগতে প্রবেশের জন্য কোন কোন বিষয়ে দক্ষতা থাকা জরুরি, সে সম্পর্কে ছাত্র ছাত্রীদের মধ্যে স্বচ্ছ ধারনা তৈরির সুযোগ করে দেওয়া।
আলোচনা করলেন কাউন্সেলিং বিশেষজ্ঞ অপর্ণা ভট্টাচার্য। সেইসঙ্গে, ভারতের প্রথমসারির একটি রিক্রুটমেন্ট এজেন্সি থেকে উপস্থিত ছিলেন একজন 'হিউম্যান রিসোর্স' বা মানব সম্পদ বিশেষজ্ঞ। এই পেশাদাররাই কর্মী নির্বাচন ঠিক করেন বিভিন্ন সংস্থায়।
অন্যদিকে, এদিন ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং গুরুদাস কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক শান্তনু বসু।
ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন রবিবারের এই কর্মশালায়। এই কর্মসূচি ঘিরে এলাকায় বিপুল সাড়া পড়ে।
Comments :0