DEBATE COMPETITION

বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যে দ্বিতীয় এসএফআই নেতা

রাজ্য জেলা কলকাতা

DEBATE COMPETITION SFI BENGALI NEWS বাঁ দিক থেকে প্রথম সৌভিক দাস বক্সী

‘স্পিক ফর ইন্ডিয়া’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় হয়েছেন সিউড়ির সৌভিক দাস বক্সী। সৌভিক দাস বক্সী এসএফআই বীরভূম জেলা কমিটির সম্পাদক। বুধবার বিতর্ক প্রতিযোগীতার পশ্চিমবঙ্গ সংস্করনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় কলকাতার এক নামী হোটেলে। 

চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে প্রথম হয়ে চূড়ান্ত পর্বে পৌছলেও, সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন সৌভিক। টাইমস অফ ইন্ডিয়া, এই সময় পত্রিকা ও ফেডেরাল ব্যাঙ্কের যৌথ উদ্যোগে দেশব্যাপী এই প্রতিযোগিতা হচ্ছে। 

জানা গিয়েছে, প্রতিযোগিতার পশ্চিমবঙ্গ সংস্করনে প্রায় ২২ হাজার প্রতিযোগী নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে থেকে জেলা ও বিভাগীয় স্তর অতিক্রম করে আটজন পৌঁছেছিল চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীতার প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বিবাহ খরচের সীমাবদ্ধতা থাকা উচিত?’ আর শেষ পর্বের  বিষয় ছিল, ‘ভারতে খেলা বলতে কি ক্রিকেটকেই বোঝায়?’। 

 

Comments :0

Login to leave a comment