চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে প্রথম হয়ে চূড়ান্ত পর্বে পৌছলেও, সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন সৌভিক। টাইমস অফ ইন্ডিয়া, এই সময় পত্রিকা ও ফেডেরাল ব্যাঙ্কের যৌথ উদ্যোগে দেশব্যাপী এই প্রতিযোগিতা হচ্ছে।
জানা গিয়েছে, প্রতিযোগিতার পশ্চিমবঙ্গ সংস্করনে প্রায় ২২ হাজার প্রতিযোগী নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে থেকে জেলা ও বিভাগীয় স্তর অতিক্রম করে আটজন পৌঁছেছিল চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীতার প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বিবাহ খরচের সীমাবদ্ধতা থাকা উচিত?’ আর শেষ পর্বের বিষয় ছিল, ‘ভারতে খেলা বলতে কি ক্রিকেটকেই বোঝায়?’।
Comments :0