SFI

ধরতে হবে ট্যাব দুর্নীতির সাথে যুক্ত মাথাদের, দাবি এসএফআইয়ের

রাজ্য

ট্যাবের টাকা গায়েবের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, এই দাবি জানানো এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। 
বিবৃতি দিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘তরুনের স্বপ্ন-এর টাকার জালিয়াতি  নিয়ে তুলকালাম রাজ্য। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি পোর্টালে সাইবার নিরাপত্তা এত শিথিল কীভাবে হতে পারে? এমনকি  সরকারের ভূমিকা এবং অভিপ্রায় নিয়েও এবার প্রশ্ন তুলছে ভারতের ছাত্রও ফেডারেশন। সব দায় স্কুলের প্রধান শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে ঘটনার স্বচ্চ তদন্ত করে দোষীদের কটোর শাস্তির দাবি জানিয়ে এবং এই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষানুরাগী সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানাই।’’
সরকারের এই শিক্ষা প্রকল্প মারফত ট্যাব কেনার  যে ১০ হাজার  টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকার কথা সে টাকা অদ্ভুদভাবে  চলে যাচ্ছে অন্য কোথাও। শিক্ষা পর্ষদ স্কুল কর্তৃপক্ষকে দায়ি করে স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করছে। কিন্ত এই বড় রকম টাকা তছরুপের পেছনে দুর্নীতির যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।  এসএফআই এর দাবি শিক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের সাহায্য ছাড়া এই মাপের দুর্নীতি হওয়া সম্ভব নয়। 
ইতিমধ্যেই, বেশ কয়েকজন প্রধানশিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৪ জন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু এই মাপের বেনিয়ম ঘটানো কি একা তাদের পক্ষে সম্ভব ? বিভিন্ন দুর্নীতিতে সরকারের পূর্ব ভূমিকা দেখে তাই তারা প্রশ্ন তুলছে শাসকদলের অভিপ্রায় নিয়ে।  বাংলা শিক্ষা পোর্টালের নিরাপত্তার এই দুঃস্থ হাল, প্রধান শিক্ষক ছাড়াও যারা পোর্টাল নিয়ন্ত্রণ করতো তারাও সন্দেহের বাইরে নয় বলে অভিযোগ ছাত্রদের। তাদের বক্তব্য, স্কুলের পরিচালন সমিতি বন্ধ করে এখন স্কুলের শীর্ষপদের নিজেদের পছন্দের স্থানীয় মাতব্বরদের বসানো হয়েছে। তাদের ভুমিকাও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে। 
এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসকদলের নেতা মন্ত্রীরা জেলে, বিভিন্ন প্রকল্পের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে, এমনকি অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের টাকা শাসকদলের ব্লক সভাপতিদের  অ্যাকাউন্টে ঢোকার ঘটনাও সামনে এসেছে। ফলত অন্যান্য প্রকল্পের মত ট্যাব কেলেঙ্কারিতেও  তৃণমূলের দলীয় তহবিলে টাকা আত্মসাতের চক্রান্ত দেখছে এসএফআই। গোটা শিক্ষাব্যবস্থাকে দুর্নীতির আখড়া বানিয়ে তুলেছে তৃণমূল বলে অভিযোগ করেছে।  তাই শিক্ষাঙ্গনকে তৃণমূল সিন্ডিকেট মুক্ত করতে ক্যাম্পাসে ও রাজপথে এর বিরুদ্ধে সোচ্চার হবার ডাক দিয়েছে ছাত্র ফেডারেশন।’’

Comments :0

Login to leave a comment