SFI School student convention

স্কুল শিক্ষা বাঁচাতে স্কুল ছাত্র কনভেনশনের ডাক এসএফআইয়ের

রাজ্য

স্কুল বাঁচাও, মূল বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে আগামী ৫ জুন পরিবেশ দিবসেরদিন চন্দনগরে রাজ্য স্কুল ছাত্র কনভেনশনের ডাক দিয়েছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বামফ্রন্ট সরকারের সময় যেই সরকারি শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল তা গত ১২ বছরের ধ্বংসের মুখে। 

হাই কোর্টে রাজ্য সরকার যেই রুগ্ন সরকারি স্কুলের তালিকা জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের প্রায় ৮০০০ এর বেশি স্কুল বন্ধের মুখে। গত বছরের তুলনায় কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। সরকারি স্কুলে নির্ধারিত ২৪০ টাকা বার্ষিক ফি’র বদলে বেশি টাকা নেওয়া হচ্ছে। কমেছে মিড-ডে-মিল, কম্পোজিট গ্রান্টের বরাদ্দ। এই পরিস্থিতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং স্কুল বাঁচাতে এই উদ্যোগ বলে জানিয়েছে এসএফআই নেতৃত্ব। নেতৃত্বের কথায়, প্রেরণা'রা জানাচ্ছে - এ ভবিষ্যৎহীনতা আমাদের ভবিষ্যৎ নয়। আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। আরএসএস'এর কারখানা ফুলে ফেঁপে উঠবে,আর সরকারি স্কুল পড়ে মার খাবে, শুকিয়ে মরবে তারা তা হতে দেব না। 

করোনা অতিমারির সময় ড্রপ আউটের আশঙ্কা প্রকাশ হয়েছিল এসএফআইয়ের পক্ষ থেকে। তাদের সেই আশঙ্কা মিলে গিয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমার মধ্যে দিয়ে। সেই সময় অনলাইন ক্লাসের জন্য যেই স্মার্ট ফোনের প্রয়োজন ছিল তা রাজ্যের অর্থীক ভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের হাতে ছিল না। যার ফলে রাজ্যের গ্রামাঞ্চলের প্রায় ৮৭ শতাংশ পড়ুয়া লেখাপড়া করতে পারেনি দু বছর। 

জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে পর্যায় সারণি, মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মহাত্মা গান্ধির ভুমিকা, সংবিধান গঠনে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা, আরএসএসকে নিষিদ্ধ করার ইতিহাস সহ ডারউইন মতবাদ বাদ দিচ্ছে মোদী সরকার। অন্যদিকে রাজ্যে সরকারি স্কুল যখন বন্ধ হওয়ার মুখে তখন রাজ্যে তৃণমূল সরকারের মদতে শাখা বিস্তার করছে আরএসএসের সরস্বতী বিদ্যামন্দির। 

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের তৃণমূল সরকার এবং দেশের বিজেপি সরকার স্কুল শিক্ষাকে শেষ করে দিতে চাইছে। আমাদের রাজ্য সরকারি স্কুল গুলির যেমন বেহাল দশা তেমন বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি, যার ফলে প্রান্তিক ছাত্র ছাত্রীরা শিক্ষার আঙিনা থেকে দুরে চলে যাচ্ছে।’’

ইতিমধ্যে স্কুল বাঁচাতে কলকাতা জেলা এসএফআই ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছে। এসএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে শুধু কলকাতা নয় গোটা রাজ্যে তারা স্কুল বাঁচাতে, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে পথে নামবেন।

সোমবার কনভেনশনের উদ্বোধন করবেন বিঞ্জান আন্দোলনের নেতা অধ্যাপদ শ্যামল চক্রবর্তী।  

Comments :0

Login to leave a comment