শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল ও বিজেপি’কে পরাজিত করার আবেদন জানালো সিপিআই(এম)। শনিবার দুপুরে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে এই আহ্বান জানান সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার।
জীবেশ সরকার বলেন, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বামপন্থীদের সঙ্গে তৃণমূল সমঝোতার অভিযোগ তুলে বিভিন্ন পত্রপত্রিকায় অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। রাজ্যে আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র বিরুদ্ধে। সারা দেশে বামপন্থীরা বিজেপি'র বিরুদ্ধে লড়ছে। শুধু লোকসভা ও বিধানসভাতেই নয়, সমাজের সর্বক্ষেত্রেই এই লড়াই ও সংগ্রাম চলছে। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও প্রত্যক্ষ বা পরোক্ষ কোন সমঝোতা হবে না।
সরকার জানান, ব্যক্তিগত স্তরে এমন কোনও বোঝাপড়া প্রয়াস সিপিআই(এম) অনুমোদন করবে না। কড়া অবস্থান নেবে পার্টি। তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বা বিজেপি’র সমর্থন নিয়ে জয়ী কেউ আমাদের পার্টির হতে পারেন না। আমাদের আহ্বান বার অ্যাসোসিয়েশন নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাজিত করুন।’’
পত্রপত্রিকায় বিভিন্ন প্রতিবেদনের বিরোধিতা করেন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠকও। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘কোনভাবেই তৃণমূলের সঙ্গে সমঝোতার কোন বিষয়ই নেই। এমন সমঝোতায় পার্টির কেউ জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।’’
সাংবাদিক বৈঠকে ছিলেন নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী প্রমুখ।
Comments :0