সিআইটিইউ অনুমোদিত শিলিগুড়ি মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কাস ইউনিয়নের পক্ষ থেকে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের অবিলম্বে বেতন বৃদ্ধির দাবিতে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার এই বিক্ষোভ ও ধর্না কর্মসূচির সপ্তম দিন। এদিনও অফিস ছুটির পর কর্মীরা কর্পোরেশন প্রাঙ্গনে ইউনিয়নের দপ্তরের সামনে অস্থায়ী মঞ্চে এক ঘন্টার বিক্ষোভে সামিল হয়েছিলেন।
দাবি একটাই অবিলম্বে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করতেই হবে। মূল্য বৃদ্ধির বাজারে শিলিগুড়ি পৌর কর্পোরেশনে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ২২০০ কর্মীর বিগত তিন বছর যাবৎ কোনরকম বেতন বৃদ্ধি করেনি বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড। বিগত বাম বোর্ডের সময়কালে অস্থায়ী কর্মীদের প্রতি বছর ১০ শতাংশ মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিলো। সেই সিদ্ধান্ত বর্তমান বোর্ড কার্যকরী করেনি। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের শিলিগুড়ি ইউনিটের সম্পাদক অরুনাভ দত্ত, প্রসূন মজুমদার, সৌরাশীষ রায়, তীর্থঙ্কর ভট্টাচার্য, শাশ্বতী সাহা, বনশ্রী দাস সহ অন্যান্য অসদ্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা।
প্রসঙ্গত গত ১১ ডিসেম্বর থেকে আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে বাজারদরের সাথে সঙ্গতি রেখে পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে ধারাবাহিকভাবে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি মিউনিসিপ্যল এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কাস ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতীকি আন্দোলনের মধ্য দিয়ে দ্রুততার সাথে এই সময়ের বেতন বৃদ্ধি সংক্রান্ত মূল দাবির কোন সুরাহা না হলে আগামীদিনে রাস্তার আন্দোলনে নামতে বাধ্য হবেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা।
SILIGURI PROTEST
বেতন বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে ধর্না ও বিক্ষোভ সপ্তম দিনে
×
Comments :0