TALDANGRA BYELECTION

ঘাসফুল ছাপ সিঁদুরের কৌটো বিলি তালডাংরায়, জমা অভিযোগ

জেলা

ঘাসফুল আঁকা সিঁদুর কৌটো। (পাশে) তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিবরদার গ্রামে নির্বাচনের কয়েকঘন্টা আগে তৃণমূলের লোকজন মহিলাদের সিঁদুর কৌটো বিলি করে ভোট চাইছেন। দলের যুবনেতা সৌমেন সামুই ওরফে বকুল (চেক শার্ট) রয়েছেন।

মধুসূদন চ্যাটার্জি: বাঁকুড়া

উপনির্বাচনের কয়েক ঘন্টা আগে মহিলাদের মধ্যে নির্বাচনী প্রতীক আঁকা সিঁদুর কৌটো বিলি করল তৃণমূল। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে সোমবার বিকেল থেকে এভাবেই প্রচার চালাচ্ছে মুখ্যমন্ত্রীর দল।
অভিযোগ, হিন্দু মহিলাদের ভাবাবেগ ব্যবহার করা হচ্ছে। বলতে বলা হচ্ছে, ‘সিঁদুরের দিব্বি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।’ 
তালডাংরা সহ রাজ্যে ৬টি বিধানসভায় উপনির্বাচন বুধবার। সোমবার প্রচারের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এদিন বিকাল থেকে তালডাংরা, সিমলাপালের গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের হাতে তৃণমূলের নির্বাচনী প্রতীক আঁকা সিঁদুর কৌটো তুলে দিচ্ছে। জোর করে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের হাত দিয়ে বিবাহিত মহিলাদের হাতে সিঁদুর কৌটো দেওয়া হচ্ছে। 
বিষয়টি খাতড়া মহকুমা শাসক ডঃ শুভম মৌর্যকে জানানো হয়। তিনি জানান, এটা একেবারেই নির্বাচনী বিধি ভঙ্গের ঘটনা। জরুরি ভিত্তিতে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী দেবকান্তি মহান্তির নির্বাচনী এজেন্ট জয়গোপাল কর জানান, তাঁরা খাতড়া মহকুমা শাসকের কাছে সন্ধ্যায় অভিযোগ দায়ের করেছেন। খালি সিঁদুর কৌটোই নয়, আদিবাসী ও সংখ্যালঘু এলাকায় তৃণমূলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে কাপড় তুলে দিচ্ছে। এই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে দেওয়া এই উপঢৌকন দেওয়ানো হচ্ছে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সামনে রেখে। 
সোমবার বিকেল থেকে তৃণমূলের লোকজন হাতে দলের পতাকা নিয়ে সামনে গোষ্ঠীর মহিলাদের রেখে বাড়ি বাড়ি যাচ্ছে। প্লাস্টিক ব্যাগে রয়েছে সিঁদুর কৌটা। সোমবারই সকালেই প্রচারের সময়সীমা শেষ হওয়ার পর এই নির্বাচনী প্রচার আইন বিরুদ্ধ। কিন্তু এসব কোন তোয়াক্কা না করে বিভিন্ন দলে ভাগ হয়ে তৃণমূলবাহিনী সিঁদুর কৌটো, শাড়ি, এমনকি  দেশলাই পর্যন্ত বিলি করছে।  
সিমলাপালের বিক্রমপুরের এক স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যা জানান, তাঁর হাতে ১০০টি সিঁদুর কৌটা দেওয়া হয়েছিল। তিনি বিকালের মধ্যে ৮০টি বিলি করেছেন। তৃণমূলের লোকজন বলেছে রাতের মধ্যে বাকি গুলোও বিলি করে দিতে হবে। চরম অপমানিত ঐ মহিলা জানান, আর বিলি করব না। মহিলাদের সিঁদুর নিয়ে খেলা হচ্ছে। 
এদিন বিকালে তালডাংরার বিবরদা, হাড়মাসড়া এলাকার প্রায় সমস্ত গ্রামেরই স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের এক প্রকার জোর করে বাড়ি থেকে নিয়ে এসে তাঁদের হাতে সিঁদুর কৌটা ভর্তি প্লাসটিক তুলে দিয়ে বলা হয় আমাদের সঙ্গে বাড়ি বাড়ি চল। হাড়মাসড়া অঞ্চলের ভিমাড়া, কেশাতড়া, মহিষাকানালী, কিয়াশোল গ্রামের সব বাড়িতেই সিঁদুর কৌটা নিয়ে তৃণমূলবাহিনী যায়। ভীমাড়া ও মহিষাকানালী এলাকার স্বয়ম্ভর গোষ্ঠীর তিনজন মহিলা জানান যে তাঁদের বলা হয় বাড়ির মহিলাদের হাতে এই সিঁদুর কৌটা দিয়ে বলতে হবে, ‘সিঁদুরের দিব্বি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।’ গোষ্ঠীর মহিলারা অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব। তৃণমূলের নেতারা জানায়, এটাই করতে হবে। না হলে তাঁদের নাকি কাজ থাকবে না। এই গ্রামগুলিতে মহিলাদের সঙ্গে উপস্থিত ছিল বিবরদার তৃণমূল যুব নেতা সৌমেন সামুই ওরফে বকুল। 
সন্ধ্যা পর্যন্ত প্রশাসনিক স্তর থেকে কোন ব্যবস্থা নেওয়ার খবর নেই।

 

Comments :0

Login to leave a comment