Street hawker

কলকাতা পৌরসভার সামনে হকার বিক্ষোভ

কলকাতা

কেন্দ্রীয় হকার আইন চালু করা সহ রুটিরুজির বিভিন্ন দাবি নিয়ে বুধবার কলকাতা কর্পোরেশনের সামনে স্ট্রিট হকারদের তুমুল বিক্ষোভ। হকার সুরক্ষা কেন্দ্রীয় আইন এই রাজ্যে প্রয়োগ করা হয়নি। সিআইটিইউ’র পক্ষ থেকে এই আইন প্রয়োগ করার দাবি জানিয়ে একাধিকবার পথে নামা হয়েছে। 

উল্লেখ্য কলকাতা সহ রাজ্যের সব জেলায় প্রতিদিন হকারদের উচ্ছেদ করা হচ্ছে। তাদের বিকল্প কোন জায়গা করে দেওয়া হচ্ছে না নিজেদের রুটিরুজি বজায় রাখার জন্য। এছাড়া প্রতিদিন তাদের পুলিশি জুলুমের মুখে পড়তে হচ্ছে। এই সব বিষয়কে কেন্দ্র করে এদিন বিক্ষোভ দেখায় হকাররা। 

হকার বিক্ষোভ প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘বিজেপি শাসিত কিছু রাজ্যে এবং আমাদের রাজ্যে এই আইন প্রয়োগ হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। বুলডোজার দিয়ে তাদের চালা ভেঙে দেওয়া হয়েছে বহু বিজেপি শাসিত রাজ্যে।’’

Comments :0

Login to leave a comment