কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। শনিবার দুপুরে ঘটনাটি হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজে।
কলেজ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম রূপম শী, বয়স কুড়ি। শ্যামপুরের সিদ্ধেশ্বরী কলেজের বায়ো সায়েন্স বিভাগের জুওলজি বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন রূপম। বাড়ি বাগনান থানার বাঁটুলের প্রগতি সংঘের কাছে।
জানা গেছে, এদিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তাতে অংশ নেয় রুপম। ২০০ মিটার দৌড়ে অংশ নিয়ে তা শেষ করে। ২০০ মিটারের ফিনিশিং লাইন ছোঁওয়ার পর হাঁপাতে থাকেন। এরপর গাছ তলায় চলে যান তিনি। সেখানে অজ্ঞান হয়ে যাযন। এরপর সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ রূপমকে স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
রূপমের মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে। রূপমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সেখানে ময়নাতদন্ত হবে।
Howrah Student Died
কলেজের স্পোর্টসে দৌড়ানোর পর মৃত্যু ছাত্রের
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24167/67b0712a71c6b_Howrah-Student.jpg)
×
Comments :0