PROTEST FOR RELEASE OF KALATAN

‘তিলোত্তমার কলতান, লড়াই হবে কবুল জান’: স্লোগান রাজ্যজুড়ে

রাজ্য

রবিবার টালা থানার সামনে বিক্ষোভ।

টালা থেকে রঘুনাথগঞ্জ বা কালিয়াচক। রবিবার সর্বত্র পথে নেমেছেন ছাত্র-যুব-মহিলারা। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ।
শনিবার একটি অডিও টেপ দেখিয়ে কলতানকে গ্রেপ্তার করে বিধাননগরের পুলিশ। আর জি কাণ্ডে প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই এই গ্রেপ্তারি- সর্বত্র ক্ষোভ একই। 
টালা থানায় প্রতিবাদে ছিলেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, এসএফআই’র সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর সহ ছাত্র, যুব, মহিলারা। 
দেখুন বিক্ষোভের আরও খবর এই লিঙ্কে।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় বিক্ষোভ:

মালদহের কালিয়াচক-৩। বিক্ষোভ এসএফআই’র।

Comments :0

Login to leave a comment