স্কুল গেটে তালা লাগিয়ে ছাত্রছাত্রীদের প্রতিবাদ স্তব্ধ করতে হুমকি দিয়েছিল তৃণমূল। ছাত্ররা দমেনি। তাদেরই বিক্ষোভে উত্তাল হলো পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের মোহনপুর রাজ্য সড়ক।
খবর দ্রুত ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বৈতা মহেন্দ্র নাথ হাইস্কুলের ছাত্রছাত্রীরাও প্রতিবাদ মিছিল সহ সড়ক অবরোধে শামিল হয়। পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে প্রতিবাদের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। প্রধান শিক্ষক নির্দেশ দিয়েছিলেন প্রতিবাদ মিছিল করা যাবে না। তা সত্ত্বেও স্কুল গেটের বাইরে বিক্ষোভ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। পূর্ব মেদিনীপুরের খেজুরি-১ ব্লকের কৃষ্ণনগর হাইস্কুলের ঘটনা।
আর জি করে চিকিৎসক হত্যায় বিচার চেয়ে পথে নামল ব্যবসায়ী সমিতি। বিধাননগরে কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ডাকে বহু মানুষ, ব্যবসায়ী হাঁটলেন মিছিলে। দাবি উঠল দ্রুত বিচারের।
উত্তর থেকে দক্ষিণ, একই স্বরে চলছে প্রতিবাদ। জলপাইগুড়িতে বিভিন্ন অংশ শামিল হয়েছে প্রতিবাদে। রাজ্যের বহু অংশ থেকে আসছে এমন বিভিন্ন কর্মসূচির খবর।
বিধাননগরে সিটি সেন্টার মেট্রো স্টেশনের সামনে থেকে করুনাময়ী পর্যন্ত মিছিল হয়েছে।
জলপাইগুড়িতে সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির ডাকে আর জি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে সদর ব্লকের বেলাকোবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আশাকর্মীদের প্রসূতি মায়েদের রাতে হাসপাতালে নিয়ে এলে তাঁদের রাতে থাকার সুবন্দোবস্ত করার মতো বিভিন্ন দাবিতে মিছিল করে স্মারকলিপি দেওয়া হয়। প্রদান করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ জিতেন দাস সহ নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় এবিটিএ, এবিপিটিএ সহ বামপন্থী শিক্ষক শিক্ষাকর্মীদের এর ডাকে কর্মরত শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একত্রিত করে কর্মক্ষেত্রে সব নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অবিলম্বে আর জি করের সব দোষী গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি হয়। বক্তব্য রাখেন চিকিৎসক তানিয়া ব্যানার্জি, মৌমিতা সেনগুপ্ত প্রমুখ।
R G Kar: Protest
ছাত্র-শিক্ষক-আশাকর্মী-ব্যবসায়ী: প্রতিবাদে সবাই
×
Comments :0