প্রতিবাদের মুখে পড়া দুই চিকিৎসককে সাসপেন্ড করতে বাধ্য হলো স্বাস্থ্য দপ্তর। আর জি কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের ক্ষোভ যে যে চিকিৎসককে ঘিরে, তাঁদের মধ্যে নাম ছিল এই দু’জনেরই।
বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের দু’টি আলাদা নির্দেশিকায় এই দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানানো হয়।
ছাত্রছাত্রী এবং চিকিৎসক-ছাত্রদের তীব্র ক্ষোভের মুখে বৃহস্পতিবারই পদত্যাগ করতে হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন এবং সহকারি ডিনকে। একের পর এক হাসপাতালে সন্দীপ ঘোষের মতো একাংশকে সামনে রেখে দুর্নীতিচক্র আর শাসানিতে জড়িত চিকিৎসকদের ওপর চাপ আরও বাড়ছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে একজনকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে শোনা যায় আর জি করে ধর্ষণ-হত্যার প্রতিবাদের আবহেই। চিকিৎসকদের বড় অংশের দাবি ছিল বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের চিকিৎসক বিরূপাক্ষ দে এই হুমকি দিয়েছেন। অডিও ক্লিপের সত্যতা যদিও নিশ্চিত করা যায়নি।
বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করা হয় বিরূপাক্ষ বিশ্বাসকে। কিন্তু কাকদ্বীপে জুনিয়র চিকিৎসকরা তাঁর যোগদানের কড়া প্রতিবাদ করেন। দেখান বিক্ষোভ।
বর্ধমান মেডিক্যাল কলেজেরই রেডিও ডায়াগনিসিস বিভাগের আরএমও চিকিৎসক অভীক দে-কে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে হত্যাকাণ্ডের পরদিন সকালে দেখা গিয়েছিল বলে জানায় আইএমএ’র রাজ্য শাখা। পুলিশ যদিও অস্বীকার করে অভীক দে’র উপস্থিতি। কিন্তু আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই’র হেপাজতে বন্দি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই অভীক দে-কে ক্ষোভ তীব্র রয়েছে চিকিৎসকদের মধ্যে।
রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে তৃণমূলের শাসানি সংস্কৃতি এবং দুর্নীতি, দুয়েরই প্রতিবাদ মিলে গিয়েছে ধর্ষণ হত্যায় বিচারের দাবির সঙ্গে।
হুমকি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন। এই অভিযোগ সহ হুমকির জেরে নম্বর বাড়িয়ে দেওয়া, নম্বর বদলে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগে তুমুল ছাত্র বিক্ষোভের মুখে পড়ে শেষমেষ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারি ডিন সুদীপ্ত শীল। অনিয়মের অভিযোগ উঠেছে মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেও। ডিন ও সহকারী ডিনের পদত্যাগের পর এবার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রদের বিক্ষোভ আরো প্রসারিত হতে শুরু করেছে। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা অনড়। এখনও উত্তরবঙ্গ মেডিকেলের বিক্ষোভ পরিস্থিতি অব্যাহত।
Suspend
সাসপেন্ড অভীক-বিরূপাক্ষ, উত্তরবঙ্গে পদত্যাগ সহকারি সব ডিনের
×
Comments :0