রাজ্যজুড়ে পারদ পতন। দক্ষিণবঙ্গের সঙ্গে কনকনে ঠান্ডা মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দিনভর সূর্যের দেখা নেই। সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন চারদিকে। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে প্রচন্ড শীতেও চলছে বিএসএফের নজরদারি, রাতের অন্ধকার। শীত, নজরদারি ও রাতের অন্ধকার এই ত্রয়ীর চাপকে উপেক্ষা করে কাঁটাতারের নীচে থাকা হিউমপাইপ বেয়ে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে বিএসএফের হাতে ধরা পড়ে গেল এক বাংলাদেশী কিশোরী। মঙ্গলবার মধ্যরাতে চোপড়া থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে এপারে আসতে গিয়ে বিএসএফের নজরে পড়ে যায় সে। ১৭ নম্বর ব্যাটালিয়নের লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। পরে তাকে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ কিশোরীকে রাতেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হোমে পাঠায়।কিশোরীর বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়।
ওই কিশোরীর এক আত্মীয়েরদাবি, চিকিৎসার জন্যই সে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে। মেয়েটির বৈধ পাসপোর্ট আছে। চোখের চিকিৎসার প্রয়োজন ছিল। এর আগেও এখানে চোখের চিকিৎসা করিয়েছে। চিকিৎসকের পরামর্শমতোই ও চেকআপে আসছিল। কিন্তু বর্তমান অস্থির পরিস্থিতিতে ভিসা না পাওয়ায় আসতে পারছিল না।
মেয়েটি একাই এসেছে, নাকি তার সঙ্গে আরও কেউ রয়েছে তা অবশ্য ভাবাচ্ছে বিএসএফকে। কারণ বর্তমান অস্থির পরিস্থিতিতে এক কিশোরীর একা এদেশে চলে আসাটা অবাক করার মতোই ঘটনা।
Teen Girl Arrested
চিকিৎসা করাতে এসে সীমান্তে আটক বাংলাদেশী কিশোরী
×
Comments :0