বাড়ির সামনে বাজি ফাটানো নিয়ে বচসা। তার জেরে এক কিশোরের ওপর ছুরির কোপ বসালো প্রতিবেশী। ঘটনায় স্তম্ভিত দিল্লি।
পুলিশ জানিয়েছে, সাহিল নামে ১৭ বছরের এক কিশোর বাড়ি সামনে বাজি ফাটাচ্ছিল। আপত্তি জানিয়ে জড়ো হয় পাড়ারই তিন বাসিন্দা। তা নিয়েই শুরু হয় গোলমাল।
স্থানীয়রা জানিয়েছেন, খানিকক্ষণ গোলমালের পরই একজন ছুরি বের করে কোপাতে থাকে কিশোরকে। দ্রুত কিশোরকে ভর্তি করা হয়েছে দিল্লির জেপিসি হাসপাতালে। চিকিৎসা চলছে সাহিলের।
দিল্লিতে পরপর হামলায় শঙ্কিত বাসিন্দাদের অনেকেই। কিছুদিন আগেই এক হাসপাতালে ঢুকে চিকিৎসককে হত্যা করে দুই দুষ্কৃতী। অথচ রাজধানী শহরের পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়।
তবে শুক্রবারের ওই ঘটনায় কিশোরের বাড়ির লোকদেরও দায়ী করছেন বাসিন্দাদের অনেকে। দিল্লিতে বাজি ফাটানো নিষিদ্ধ। দূষণ নিয়ন্ত্রণে এই নিষেধাজ্ঞা জারি করা রয়েছে ২০২৫ পর্যন্ত।
DELHI TEENAGER SRABBED
বাজি ফাটানো নিয়ে বচসায় কিশোরকে ছুরির কোপ
×
Comments :0