ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক পরিবারের তিনজনের পরিবার। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বাবা-মা ও মেয়ে।
মৃত জয়দীপ দাশগুপ্ত (৫১), নিপা দাশগুপ্ত (৪১) ও সৃজনী দাশগুপ্ত (১৪)-কে পিষে দিয়েছে ট্রাক। এই পরিবার থাকত বিশরপাড়ায়। রবিবার এয়ারপোর্ট তিন নম্বর গেটের একদম সামনেই স্কুটির পেছনে ধাক্কা দেয় ট্রাকটি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটিতে করে যাচ্ছিলেন জয়দীপ দাশগুপ্ত। সার্ভিস রোড থেকে ফ্লাইওভার ধরার জন্য পার হচ্ছিলেন তাঁরা। দক্ষিণেশ্বরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পিছন থেকে স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে নিচে ছিটকে পড়েন ওই দম্পতি ও তাঁদের কন্যা। তিনজনকে দ্ধারকরে বারাসত স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Comments :0