High Court

ম্যাচে ব্যবহার করা যাবে টিফো : হাইকোর্ট

জাতীয় খেলা

playground

ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে টিফো ব্যবহার করতে পারবেন মোহন বাগান মসর্থকরা। সোমবার বিধাননগর পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয় যে মঙ্গলবার মোহন বাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচে কোন টিফো ব্যবহার করা যাবে না। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এসএফআইয়ের সর্বভারতীণ সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস।

মঙ্গলবার হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠে টিফো ব্যবহার করতে পারবেন সমর্থকরা। ময়ুখ বলেন, ‘‘পুলিশের পক্ষ থেকে যেই নির্দেশিকা জারি করা হয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্টের জনস্বার্থ মামলা করেছিলাম। সমর্থকদের আবেগের একটা অংশ হচ্ছে এই টিফো। তাকে নিষিদ্ধ ঘোষনা করেছিল সরকার। কিন্তু হাইকোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টিফো ব্যবহার করা যাবে। এই জয় বাংলার ফুটবল প্রেমী জনতার।’’

উল্লেখ্য ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে টিফো ব্যবহার করতে পারে দুই দলের সমর্থকরা এমন আশঙ্কা থেকে ম্যাচ বাতিল করে দেওয়া হয়। 

Comments :0

Login to leave a comment