মঙ্গলবার হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠে টিফো ব্যবহার করতে পারবেন সমর্থকরা। ময়ুখ বলেন, ‘‘পুলিশের পক্ষ থেকে যেই নির্দেশিকা জারি করা হয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্টের জনস্বার্থ মামলা করেছিলাম। সমর্থকদের আবেগের একটা অংশ হচ্ছে এই টিফো। তাকে নিষিদ্ধ ঘোষনা করেছিল সরকার। কিন্তু হাইকোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টিফো ব্যবহার করা যাবে। এই জয় বাংলার ফুটবল প্রেমী জনতার।’’
উল্লেখ্য ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে টিফো ব্যবহার করতে পারে দুই দলের সমর্থকরা এমন আশঙ্কা থেকে ম্যাচ বাতিল করে দেওয়া হয়।
Comments :0