মুর্শিদাবাদের সাগরদিঘীতে তৃণমূল নেতার হাতে আক্রান্ত মহিলা পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত অফিসেই প্রধানকে চড় মারার অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই সাগরদীঘিতে এই ছবি দেখল সাগরদিঘী। পঞ্চায়েতের ভিতরেই পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবিকে মারধরের অভিযোগ উঠেছে সাগরদীঘি পঞ্চায়েতে সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি করা হয়েছে মানিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবিকে।
তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে আগে একাধিকবার এই পঞ্চায়েতে বাজেটের সভা বাতিল হয়। জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং পাঁচ বার বাতিল হয়ে যায়। এদিন সেই অর্থ বর্ষের মিটিং পাশ করতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাস। অভিযোগ বিধায়ক, সাংসদ,বিডিওরা অফিস ছাড়তেই হয় হামলা।
প্রধান বলেন, ‘‘আজ বাজেটের মিটিং ছিল। এমপি, এমএলএ, বিডিও ছিলেন। সেই নিয়ে আমার ওপর চড়াও হন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি পালিয়ে আসতে যায়। সেই সময় আমাকে একটা ঘরে আটকে দেওয়া হয়। আমাকে চড় মারে। টেবিলে ফেলে মারধর করা হয়।’’
তাঁর অভিযোগ এর আগে পাঁচ বার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি বাজেট পাশ করতে দেয় নি। ঘটনায় সাগরদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রধান। যদিও ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান।
TMC inner Clash
তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সাগরদিঘীতে আক্রান্ত মহিলা পঞ্চায়েত প্রধান

×
মন্তব্যসমূহ :0