Protest

রাতদখল কর্মসূচি যাতে না হয় ফতোয়া তৃণমূল বিধায়কের

রাজ্য

১৪ আগস্ট রাত দখলের চিত্র

আগামী ৪ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে আর জি করের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। সেই কর্মসূচির অংশ হিসাবে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাতদখলের ডাক দেওয়া হয়েছিল। এই কর্মসূচি যাতে কোন ভাবে না হয় তার জন্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাসের অডিও বার্তা ভাইরাল হয়েছে। যদিও গণশক্তি ডিজিটাল এই অডিওর কোন সত্যতা যাচাই করেনি। যদিও রাজনৈতিক মহলের দাবি শাসক দল ভয় পেয়েছে বলেই মানুষের আন্দোলনকে তারা দমিয়ে রাখতে চাইছে। 

এই বার্তায় তৃণমূল বিধায়ক পরেশ রামদাসকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কোন মহিলা, শিশু যাতে এই কর্মসূচিতে যোগ দিতে না পারে তার জন্য সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, যুব সভাপতিদে অনুরোধ করছি। সিপিআই(এম) এর মতো কিছু রাজনৈতিক দল আর জি করের ঘটনাকে কেন্দ্র করে আবার রাত দখলের ডাক দিয়েছে। এটা একটি অন্য চক্রান্ত চলছে। রাজনৈতিক চক্রান্ত। আগামী ৪ তারিখ ওরা ক্যানিংয়ের রাজপথ দখল করবে। সম্ভবত ক্যানিং এর বাস স্ট্যান্ড মোড় বা হাসপাতালের সামনে জমায়েত হবে।’’

তৃণমূল বিধায়ককে বলতে শোনা গিয়েছে যে, ‘‘আমার বলার উদ্দেশ্য এটাই আমাদের দলের যত নেতৃত্ব আছে তারা তাদের অঞ্চল অনুযায়ী সব বুথে ফতোয়া জারি করুন যাতে কোন মেয়ে বা ছেলে এই রাতদখলে না যায়। বিশেষ করে আমাদের কোন সমর্থক বা কর্মীর বাড়ির মেয়ে বা ছেলে আবেগে না বেড়িয়ে আসে। যদি কেউ আসে তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবং ওই অঞ্চল থেকে কারা আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা কিন্তু আন্তরিক ভাবে করতে হবে।’’

উল্লেখ্য রবিবার ক্যানিং এর একটি স্কুলের প্রাক্তনী এবং শিক্ষকদের ডাকে সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল যাতে না হয় তার কথাও বলতে শোনা গিয়েছে তৃণমূল বিধায়ককে। তিনি বলেন, ‘‘যারা এসএফআই ডিওয়াইএফআই করতো তারা একটা মিছিল ডেকে তা যাতে না হয় দেখতে হবে।’’

গত ১৪ আগস্ট গোটা রাজ্য জুড়ে হয় রাত দখল কর্মসূচি। পথে নামেন হাজার হাজার মানুষ। তাদের সবার মুখে ছিল একটাই স্লোগান ‘জাস্টিস ফর আর জি কর’।

Comments :0

Login to leave a comment