TMC PANIHATI

পরীক্ষার সময় মাইক বাজিয়ে চলছে তৃণমূলের এমএলএ কাপ

জেলা

সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। প্রশাসনের নিয়ম অনুযায়ী পরীক্ষার সময় মাইক বাজিয়ে কোন অনুষ্ঠান বা কর্মসূচি করা যায় না। কিন্তু সেই নিয়মকে বুড়ে আঙুল দেখিয়ে বড় বড় বক্স বাজিয়ে পানিহাটিতে অনুষ্ঠিত হচ্ছে এমএলএ কাপ। 

দুদিন ধরে চলবে এই এমএলএ কাপ। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং দমদমের সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে হচ্ছে এই টুর্নামেন্ট। পানিহাটির  ঘোলা সুভাষ সংঘের ময়দানে চলছে এই খেলা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিধায়কদের উদ্যোগে এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে। হাওড়ার ডোমজুড় হোক বা পানিহাটি। সব ক্ষেত্রেই অমান্য করা হচ্ছে এই মাইক বিধি। শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি। 

শাসক দলের এই কর্মসূচির জন্য পরীক্ষার মুখে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র ছাত্রীদের। অভিভাবকদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। 

Comments :0

Login to leave a comment