বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার চক্রের অভিযোগে রেল পুলিশের হাতে ধৃত এক গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার রাতে নিউ ফরাক্কা জিআরপি মালদা জেলার বৈষ্ণবনগর থানার শোভাপুর তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল রসিদকে গ্রেপ্তার করে।
নিউ ফরাক্কা জিআরপি সুত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুর বেলায় নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে তৌসিভ আলিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি ম্যাগজিন। ধৃতকে জিআরপি হেফাজতে নিয়ে জেরা করে জানতে পারে অস্ত্র পাচার কারির মুল পান্ডা তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল রসিদ। জিজ্ঞাসাবাদে জিআরপি আরও জানতে পারে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র গুলি বাংলাদেশের এক ব্যক্তির কাছে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল ধৃত আব্দুল রসিদের। হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র গুলি মেরামতের জন্য বিহারের আরা জেলায় পাঠিয়ে ছিল তৌসিফ আলিকে দিয়ে। যদিও নিউ ফরাক্কা জিআরপির হাতে আগ্নেয়াস্ত্র সহ ধরা পরে যায় তৌফিক আলি। তাকে জেরা করে আব্দুল রসিদকে গ্রেপ্তার করে নিউ ফরাক্কা জিআরপি। জানা গিয়েছে, মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের কারবার করে রসিদ। বিহারের আরা জেলা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি করত সে। ধৃত স্বীকার করেছেন, আগে তিনি কংগ্রেস করতেন। পরে তৃণমূলে যোগদান করেছেন। রেল পুলিশ সূত্রে খবর, আব্দুল রসিদ একটি বড় চক্রের সঙ্গে যুক্ত। রবিবার ধৃত আব্দুল রসিদকে সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন করে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় জিআরপি। এই চক্রের আরও সদস্য দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় থাকতে পারে এবং এর সঙ্গে আরও কিছু বেআইনি অস্ত্র পাচার চক্রের সংযোগ থাকতে পারে বলে মনে করছে রেল পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
TMC Panchayat Member Arrested
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ফারাক্কায় গ্রেপ্তার তৃণমূল নেতা
×
Comments :0