Mandarmani Case

সম্পর্কজনিত দ্বন্দে খুন তৃণমূল নেতা! ধতদের আট দিনের পুলিশ হেফাজত

জেলা

মন্দারমণিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় প্রেমিকা তনুশ্রী ব্যানার্জি ও তাঁর বন্ধু। এই দু'জনকে রবিবার আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কজনিত দ্বন্দের কারণেই খুন হয়েছেন আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসার ৷ 
মন্দারমনিতে বেড়াতে এসে গত শনিবার রহস্যজনকভাবে হোটেলে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার আমডাঙার আধাহাটা অঞ্চল তৃণমূলের নেতা আবুল নাসার। ওই দিন কাঁথি মহকুমা হাসপাতলে ময়নাতদন্তের সময় পরিবারের লোকজন সূত্রে জানা গেছে আবুল নাসারের স্ত্রী আধাহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে মান্দারমনি কোস্টাল থানার পুলিশ মামলা রুজু করে। প্রাথমিকভাবে পরিবারের লোকজন এবং তার বন্ধু-বান্ধবরা নিহতের সঙ্গে ওই মহিলা এবং তার প্রতিবেশী সম্পর্কে ব্যবসায়িক কারণ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথমের দিকে কোস্টাল থানা তনুশ্রী ব্যানার্জি(২৮) এবং প্রতিবেশী ভাই আতাউর মন্ডল(২২)কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বারবার জিজ্ঞাসাবাদে ফলে বড় কাঠালিয়া তনুশ্রী মুখার্জি ভেঙে পড়েন। আস্তে আস্তে ত্রিকোণ প্রেমের ঘটনার অনুমান করে পুলিশ। পরিবারের লোকজনেরও দাবি ছিল আবুলকে খুন করা হয়েছে। আসামিদের আইনজীবী ইকবাল হোসেন আদালতে বাইরে সাংবাদিকদের বলেন, আবুলের এক ছেলে এবং এক মেয়ে আছে এবং দ্বিতীয়বার বিয়ে করার জন্য তনুশ্রীর সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ। তনুশ্রী কিন্তু অবিবাহিত। বারাসতের সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান ফজদুর রহমান বলেন,‘‘ব্যবসার কাজে যাচ্ছিল বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন আবুল।’’ ধৃত আতাউর প্রমোটরি ব্যবসার সঙ্গেও যুক্ত। ধৃত তনুশ্রীর সঙ্গে তার পরিচয় আবুল নাসেরের সূত্রে। পরে আতাউরের সঙ্গে তনুশ্রী প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলে সূত্র মতে জানা যায়। প্রেমের টানা পোড়েনে এই খুনের ঘটনা কিনা পুলিশ নিশ্চিত নন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, এক মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তাদের যোগসূত্র পাওয়া গেছে। ঘটনার তদন্তকারী আধিকারিকদের দাবি, খুনের কথা স্বীকার করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
রবিবার কাঁথি আদালতে তনুশ্রী মুখার্জি এবং আতাউর মন্ডলকে তোলা হয়। আদালত তাদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Comments :0

Login to leave a comment