Noida

বর যাত্রীর ছোঁড়া গুলি শিশুর মৃত্যু নয়ডায়

জাতীয়

বিয়েকে কেন্দ্র করে আনন্দে দিক বিদিক গুলি ছুঁড়ছে বর পক্ষ। আর সেই গুলি লেগে নয়ডায় মৃত্যু হলো দুবছর বয়সী এক শিশুর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আঘাপুর গ্রামে বর যাত্রীর একটি দল যখন ঢুকছিল তখন তারা গুলি চালাতে চালাতে গ্রামে ঢুকছিল। সেই সময় ওই গ্রামের বাসিন্দা বিকাশ শর্মা এবং তার পরিবারের সদস্যরা বরযাত্রীর ওই শোভাযাত্রা দেখছিল। হঠাৎ করে একটি গুলি দুবছরের শিশুর গায়ে এসে লাগে। হাসাপতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অস্ত্রপচার করার সময় ওই শিশুর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।  

Comments :0

Login to leave a comment