Maharashtra

মহারাষ্ট্রের আত্মমর্যাদা এবং সম্মান রক্ষা করার আবেদন উদ্ধবের

জাতীয়

পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। বুধবার মাহারাষ্ট্রে চলছে দ্বিতীয় দফায় ভোটগ্রহন। এদিন সকালে ভোটদানের পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটারদের কাছে আবেদন করার মহারাষ্ট্রের আত্মমর্যাদা এবং সম্মান রক্ষা করার জন্য।
উল্লেখ্য ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট ভেঙে কংগ্রেস এবং এনসিপিকে নিয়ে সরকার গঠন করেন উদ্ধব। শিব সেনা, কংগ্রেস এবং এনসিপি জোটে নাম হয় ‘মহা বিকাশ অগধি’। কিন্তু দু’বছরের মধ্যে শিব সেনা ভাঙিয়ে সরকার ফেলে দেয় বিজেপি। একনাথ শিন্ডে সহ কয়েকজন বিধায়ক বিজেপির হাত ধরেন। ভাগ হয়ে যায় শিব সেনা। একটি গোষ্ঠীর নেতা হয় একনাথ এবং অন্য গোষ্ঠীর নেতা উদ্ধব। একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করে এনডিএ। তারপর একই ভাবে ভাঙন ধরানো হয় এনসিপিতে। অজিত পাওয়ার সহ একাধিক শীর্ষ নেতা দল ভেঙে বেরিয়ে যোগ দেয় বিজেপির সাথে। 
বর্তমানে মাহারাষ্ট্রে লড়াই এনডিএ বনাম ইন্ডিয়া। বিজেপি, শিব সেনা এবং এনসিপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস, উদ্ধব থ্যাকারের শিব সেনা এবং শরদ পাওয়ারের এনসিপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইন্ডিয়ার কাছে জোড় ধাক্কা খেয়েছে এনডিএ।

Comments :0

Login to leave a comment